রাতের বেলা গাছের পাতা,ফুল, ফল ছিড়লে কি হয়
রাতের বেলা গাছের পাতা,ফুল, ফল ছিড়লে কি হয়
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় বাণী কথার পাঠক বৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Sponsored
প্রিয় পাঠকবৃন্দ, আমাদের সমাজে কিছু কথা প্রচলিত রয়েছে। যা আমরা অনেকেই জানিনা যে কি কারনে এই কথাগুলো প্রচলিত? এই কথাগুলো অনেকেই আমরা উপদেশ বাণী হিসেবে গ্রহণ করে থাকি। কিন্তু আদৌ আমরা জানিনা -কেন এই কথাগুলো প্রচলিত হয়ে আসছে যুগ যুগ ধরে? আজকে তেমনি একটি সমাজের প্রচলিত কথা সম্পর্কে আমরা জানবো।
আমাদের অভিভাবক বলেন রাতের বেলায় গাছের পাতা ছেঁড়া নিষেধ। রাতের বেলায় কোন গাছের অর্থাৎ সেগুলো যদি ফল অথবা ফুলের গাছ হয় তাহলে তা ছেড়া নিষেধ। চলুন আমরা এই প্রচলিত বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব।
ইসলামে বৃক্ষরোপণ এর উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি হাদীসে উল্লেখ রয়েছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো হাতে যদি একটি বৃক্ষের চারা থাকে। আর যদি তিনি দেখতে পান কোন মহাবিপদ বা পৃথিবী ধ্বংস কারী কিছু তার সামনে ঘটে যাচ্ছে। তবুও যেন তিনি আগে বৃক্ষটি রোপন করেন।
তিনি যেন কখনো এই চিন্তাটি না করেন যে মহাপ্রলয় তো হচ্ছে পৃথিবীতো ধ্বংস হয়ে যাবে। তাহলে চারাটির রোপন করে লাভ কি? যতই মহাপ্রলয় হোক না কেনো তবুও যেন তিনি সর্বপ্রথম বৃক্ষের চারা রোপণ করেন।
অন্য একটি হাদীসে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেছেন, যদি কেউ বৃক্ষ রোপন করে। আর সেই বৃক্ষ থেকে যদি ফলমূল খেয়ে কোন পশুপাখি উপকৃত হয়। তাহলে সেই ব্যক্তি যিনি বৃক্ষটি রোপন করেছেন তিনি সওয়াব পাবেন। অন্য একটি হাদীসে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বড়ই গাছ নিধন করবে তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন। যে ব্যক্তি মালিকাধীন কোন গাছ যা থেকে পশু পাখি ফুল ফল পেয়ে উপকৃত হয়। কোন একান্ত প্রয়োজন ছাড়া যদি সেই গাছটি কেটে ফেলে তাহলে গুনাহ বলে অন্তর্গত হবে।
অতএব এটা সুস্পষ্ট যে আমাদের আশেপাশে যেসব গাছ মালিকাধীন নয়। অথচ সেই সব বৃক্ষ থেকে গাছের ছায়া পশু-পাখি ফল-ফুল খেয়ে থাকে। এবং কেউ কেউ সেই সব গাছের নিচে আশ্রয় গ্রহণ করে, কোন একান্ত প্রয়োজন ছাড়া সেই সব গাছ কেটে ফেলা হয় তাহলে তা কবিরা গুনাহ বলে গণ্য করা হবে।
তবে যদি কোন গাছ মানুষের চলাচলে অসুবিধা এবং অন্যান্য কোন অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে সেই সব গাছ কাটা যাবে তা গুনার অন্তর্ভুক্ত হবে না।
উল্লেখ্য যে রাতে কোন গাছের ফল বা পাতা ছেঁড়া এমন কোন কথা কোরআন হাদিসে উল্লেখ নেই। তবে প্রয়োজন ছাড়া কোন গাছ কাটা কবিরের গুনার অন্তর্ভুক্ত। অতএব আমরা কখনই আমাদের প্রয়োজন ব্যতীত কোন গাছ কাটবো না।