১০ টি অনুপ্রেরণামূক হাদিস ! যা আপনাকে অনুপ্রেরণা দিবেই
অনুপ্রেরণামূক হাদিস
অনুপ্রেরণা হল এমন একটি কারণ বা অবস্থা, যা মানুষকে ভাল কাজ করার জন্য উৎসাহিত করে অথবা নির্দিষ্ট কিছু করার ইচ্ছা জাগায়। আর আমরা এই অনুপ্রেরণা বিভিন্ন জায়গায় তালাশ করে আশানরুপ ফল পাইনা। অথচ হাদিস শরীফে বিভিন্ন ভাবে একজন মুমিন মুসলমানকে অনুপ্রেরণা দেয়া রয়েছে। শুধুমাত্র একটু সময় করে তালাশ করলে আমরা অনুপ্রেরণামূক হাদিস পেতে পারি এবং ভাল কাজের জন্য উৎসাহিত হতে পারি।
Sponsored
তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ১০ টি অনুপ্রেরণামূক হাদিস সম্পর্কে। মহান আল্লাহ কুরআন হাদিস এ সবকিছু উল্লেখ করেছেন। আমাদের সকল সমস্যার সমাধান আমরা কোরআন ও হাদিস শরীফে পেয়ে থাকি।আজকে আমরা আলোচনা করব কিছু অণুপ্রেরনামুলক হাদিস নিয়ে।
১০ টি অনুপ্রেরণামূক হাদিস
১. “দয়ালুর প্রতি আল্লাহ্ও দয়াশীল হন। তাই, পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন – তিনি তোমার প্রতি দয়া দেখাবেন” – আবু দাউদ, তিরমিযী
২. “অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন” – মুসলিম
৩. “একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন, এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন” – বুখারী
৪. “সত্যিকার জ্ঞানী কারা? – যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়” – বুখারী
৫. “আল্লাহ্ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে, তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারও ওপর অহংকার করবে না, এবং কেউ কারও ওপর অত্যাচার করবে না” – মুসলিম
৬. “কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? – যার মাধ্যমে আল্লাহ্র অন্য সৃষ্টিকূল উপকৃত হয়” – বুখারী
৭. “তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত, ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো। – হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে- সে আমাকেও অত্যন্ত ভালোবাসে” – বুখারী
৮. “সব সময়ে সত্য বল – এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়” – বায়হাকী
৯. “দয়া বিশ্বাসীর একটি চিহ্ন; যার দয়া নেই, তার মাঝে বিশ্বাস (ঈমান) নেই” – মুসলিম
১০. “যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে” – মুসলিম
আজ এ পর্যন্তই থাক। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো নিত্য নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
আরো পড়তে পারেন, স্ত্রীর প্রতি ভালোবাসা নিয়ে কয়েকটি হাদিস।