রাতের আমল | রাতে ঘুমানোর আগে আমল

রাতের আমল | রাতে ঘুমানোর আগে আমল |রাতে ঘুমানোর আগে করণীয় আমল

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় বাণী কথার পাঠক বৃন্দ, আশা করি আপনারা সবাই  মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে রাতের আমল বা রাতে ঘুমানোর আগে আমল নিয়ে আলোচনা করবো ।

আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য। মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন শুধু তার এবাদত করার জন্য আমরা নানাভাবে তাঁরই এবাদত করতে পারি। ঘুম থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে ইবাদত করি। রাতের আমল ও এই ইবাদত গুলোর ভিতর খুবই গুরুত্ব পূর্ণ ।

এর মধ্যে কিছু এবাদত রয়েছে আবার কিছু কিছু এবাদত রয়েছে নফল ইবাদত ঐ মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য করতে হয। কারণ মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে হলে তাঁর ইবাদত করতে হব। রাতের আমল এর গুরুত্ব অনেক আমরা নিচের এই আমল গুলো রাতে ঘুমানোর আগে সবসময় চেষ্টা করব।

রাতের আমল যেভাবে শুরু করব

১. দ্রুত ঘুমানো

দ্রুত ঘুমানো রাতের আমল এর প্রথম শর্ত । অবশ্যই রাতে ঘুমানোর আগে ওযু করে নিতে হবে এবং চেষ্টা করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাওয়া কারন তাড়াতাড়ি ঘুমাতে হবে।

এবং খুব সকালে উঠে অজু করে ফজরের নামাজ পড়তে হবে যদি দেরি করে ঘুমাই তাহলে সকালে উঠতে পারবো না এবং ফজরের নামাজ হবে না। তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়তে হবে।

২. ঘুমানোর পূর্বের দোয়া

পড়া ঘুমানোর পূর্বে অবশ্যই দোয়া পড়ে ঘুমাতে হবে অর্থাৎ ঘুমানোর পূর্বে বলতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহ ইয়া। এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে জীবীত রাখবেন। এবং আপনি আমাকে মৃত্যু প্রদান করবেন।

৩. ফাতিহা পাঠ

-Advertisements-

ফাতিহা পাঠ রাতের আমল এর বিশেষ শর্ত । ঘুমানোর পূর্বে অবশ্যই মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য সূরা ফাতিহা পাঠ করতে হবে। ঘুমানোর পূর্বে অবশ্যই রাতে এই আমল টি করতে হবে ।

৪. সূরা ইখলাস পাঠ

ফাতিহা পাঠ রাতের আমল এর গুরুত্ব পূর্ণ শর্ত । ঘুমানোর পূর্বে অবশ্যই মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য সূরা ইখলাস পাঠ করতে হবে।

৫. জিকির করা

জিকির করা হলো আল্লাহতালার দরবারে সব থেকে সহজ একটি ইবাদত। আমরা যেকোনোভাবেই মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য জিকির করতে পারেন। অর্থাৎ আমরা বিভিন্নভাবে কাজের ফাঁকে ফাঁকে জিকির করতে পারি। বিভিন্ন সময়ে জিকির করতে পারি।

আমরা জিকির করলে মহান আল্লাহতালা আমাদের অনেক সওয়াব দান করেন। অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে তা করতে হবে। যেমন আমরা রাতে ঘুমানোর পূর্বে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইত্যাদি করতে পারি।

৬. ইস্তেগফার পাঠ

রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই সূরা মূলক পাঠ করতে হবে অনেক এবং ইস্তেগফার করতে হবে।

আমরা বিভিন্নভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারি আমাদের উচিত। অবশ্যই মহান আল্লাহ তাআলার ইবাদত করা তাই আমরা সবসময় মহান আল্লাহ তাআলার ইবাদত করব। ইনশাল্লাহ আজ থেকে আমরা রাতের আমল গুলো করে ঘুমাতে যাব ।

আরও পড়তে পারেন

পানি পান করার সুন্নত সমূহ

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More