শবে বরাত এর নামাজের নিয়ত বাংলা ও শবে বরাতের দোয়া সমূহ

শবে বরাত নামাজের নিয়ত ও দোয়া

লাইলাতুল বরাত বা শবে বরাত রাত্রে মুসলমানরা নফল নামাজের পর দোয়া করে থাকেন। আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রি শবে বরাত নামে বেশি পরিচিত। মুসলমানরা এই রাতটিকে বিশেষ ফজিলত পূর্ণ মনে করা শবে বরাতের নামাজের নিয়ত করে নফল নামাজ আদায় ও দোয়া করে থাকে। বিশ্বর বিভিন্ন স্থানে শবে বরাত নফল ইবাদত ও দোয়ার মাধ্যমে পালন করে থাকে। শবে বরাত নামাজের নিয়ত বাংলা কিভেবে করতে হয়? শবে বরাত এর নামাজের দোয়া কি? এইসব বিষয়ে আজকে আমাদের অনেকেরই কাছে অজানা রয়ে গেছে।

প্রিয় বানীকথার পাঠক বৃন্দরা আজকে আমরা আলোচনা করবো শবে বরাত নামাজের নিয়ত বাংলা ও এই রাত্রের দোয়া সম্পর্কে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা শবে বরাত নামাজের দোয়া ও নিয়ত।

শবে বরাতের নামাজের নিয়ত আরবিতে

অনেকে আমরা শবে বরাতের নামাজের নিয়ত আরবিতে বলতে পারি না। নিয়ত মানে মনে ইচ্ছা পোষণ করা। আপনি শবে বরাতের নামাজের নিয়ত করবেন মনে নামাজের ইচ্ছা পোষণ করে। নিচে শবে বরাতের নামাজের নিয়ত আরবিতে উল্লেখ করা হল

শবে বরাতের নামাজের নিয়ত আরবিতে উচ্চারণঃ নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

লাইলাতুল বরাত নামাজের নিয়ত বাংলা

আমরা অনেকেই আছি যারা আরবি শবে বরাতের নামাজের নিয়ত বলতে বা পড়তে পারি না। শবে কদরের নিয়ত বাংলা দিয়ে করলেও নিয়ত পূর্ণ হয়ে যাবে। বাংলা শবে বরাত নামাযের নিয়ত বাংলা নিচে দেওয়া হল-

শবে বরাত নামাজের নিয়ত বাংলা : আমি কিবলামূখী হয়ে শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবর

শবে বরাত নামাজের দোয়া শবে বরাত নামাজের নিয়ত বাংলা

শবে বরাত নামাজের দোয়া সমূহ

লাইলাতুম মিন নিসফা শাবান হল আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত। আমরা মুসলমানরা যে রাততে শবে বরাত বলে পরিচিত। শবে বরাতের রাতে ইবাদত/ নামাজের পর বান্দা দোয়া করলে কবুল হয়। হাদিস অনুসারে শবে বরাতের রাত দোয়া কবুল, ক্ষমা প্রার্থনা সহ আল্লাহ’র কাছে চাওয়ার রাত। তাই শবে বরাত রাতে বেশি বেশি দোয়া করা উত্তম। হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) বর্ণনা করেন যে, পাঁচটি রাত এমন আছে, যে রাতে বান্দার কোন দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুলের রাত গুলো হল-

  • জুমার রাতের দোয়া
  • রজব মাসের প্রথম রাতের দোয়া
  • নিসফা শাবান অর্থাৎ অর্ধ শাবানের ( শবে বরাত ) রাতের দোয়া
  • ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের রাতের দোয়া
  • ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদের রাতের দোয়া। ((মুসান্নাফে আব্দুর রাজ্জাক)

ঈমাম শাফী (রহ) বলেন, আমাদের কাছে পৌঁছেছে যে, পাঁচটি রাতে দোয়া বেশি বেশি কবুল করা হয়। জুমআর রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং নিসফা শাবান তথা শাবানের ১৫তম রাতের দোয়া। (কিতাবুল উম্ম, আস-সুনানুল কুবরা)

অর্থাৎ হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দার সকল দোয়া সমূহ কবুল করেন। আমরা শবে বরাতের রাতে নামাজের পর বেশি বেশি করে দোয়া করবো। আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবো। নিম্নে শবে বরাতের নামাজের পর যে দোয়া সমূহ পাঠ করবেন তা উল্লেখ করা হল-

শবে বরাতের নামাজের পর পাঠ করার দোয়া

-Advertisements-

শবে বরাত এর দোয়া : رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صٰلِحًا تَرْضٰىهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ الصّٰلِحِينَ

লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতের দোয়ার বাংলা উচ্চারণঃ রাব্বি আওঝি’নি আন আশকুরা নি’মাতাকাল্লাতি আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আ’মালা সালেহাং তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন।’ (সুরা নামল : আয়াত ১৯)

শবে বরাত এর নামাজের দোয়া : اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَ ضَلَعِ الدَّيْنِ وَ غَلَبَةِ الرِّجَالِ

শবে বরাত নামাজের দোয়া বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালায়িদ দাইনি ওয়া গালাবাতিল রিজালি।’ (বুখারি ও মুসলিম, মিশকাত)

মুক্তির রজনী শবে বরাত দোয়াঃ اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنَ الْجُبْنِ وَاَعُوْذُبِكَ مِنَ الْبُخْلِ وَاَعُوْذُبِكَ مِن اَرْذَلِ الْعُمُرِ وَ اَعُوْذُبِكَ مِن فِتْنَةِ الدُّنْيَا وَ عَذَابِ الْقَبْرِ

শবে বরাত দোয়া বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুবনি ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়া আউজুবিকা মিন আরজালিল উমুরি ওয়া আউজুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আজাবিল কাবরি।’ (বুখারি ও মিশকাত)

শবে বরাতের রাতের দোয়াঃ اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِن جَهْدِ الْبَلَاءِ وَ دَرَكِ الشَّقَاءِ وَ سُوْءِ الْقَضَاءِ وَ شَمَاتَةِ الْأَعْدَاءِ

ভাগ্য রজনী শবে বরাতের রাতের দোয়া বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকিশ শাক্বায়ি ওয়া সুয়িল ক্বাজায়ি ওয়া শামাতাতিল আ’দায়ি।

শবে বরাতের দোয়া : اَللَّهُمَّ اكْفِنِىْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِىْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

শবে বরাতের দোয়া বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মাকফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আয়িন্নি বিফাজলিকা আম্মান সেওয়াকা।

এছাড়া আপনি শবে বরাত রাতে আরো অন্যান্য দোয়া পাঠ করতে পারেন।

আপনি আরো পড়তে পারে, দোয়া করলেই কবুল হয় এমন কয়েকটি সময় সম্পর্কে। 

নিসফা শাবানের ( শবে বরাত এর ) রাত্রিতে পাঠ করার দোয়া :

শবে বরাত দোয়া বাংলা উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসি’লি ফি দারি, ওয়া বারিক লি রিজকি। (নাসাঈ)

শবে বরাতের দোয়া এর অর্থঃ হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও।

নিসফা শাবান অর্থাৎ শবে বরাতের রাতে বিভিন্ন নফল নামাজের মধ্যে বা পরে এই সকল দোয়া আল্লাহর নিকট করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের আলোচ্য বিষয়ের বুঝ আমাদের অন্তরে দান করুন। আর বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আর শবে বরাত সম্পর্কে জ্ঞান দিয়ে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন।

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More