জানাজার নামাজের দোয়া আরবিতে বাংলা উচ্চারণ সহ অর্থ

জানাজার নামাজের দোয়া আরবি ও বাংলা উচ্চারণ

জানাজার নামাজের দোয়া আরবিতে এবং জানাযার নামাজের দোয়া বাংলা উচ্চারণ অর্থ সহ বিস্তারিত আলোচনা করবো। এই নিশষ্ঠু পৃথিবীর প্রত্যেক প্রাণী কে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। এই মায়ার পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে পরপারে অন্ধকার কবরে। আর এই অন্ধকার কবরে রাখার পূর্বে, মৃত্য মুসলমান কে সামনে রেখে যে প্রার্থনা করা হয় তাকে জানাযার নামাজ বলে। এই নামাজে কোন রুকু সিজদাহ নেই। নেই কোন ইকামত। সে জন্য এই নামাজ কে জানাযার নামাজ বলে অভিহিত করা হয়। কোন মুসলমানের মৃত্যু হলে জীবিতদের উপর এই নামাজ ফরজে কিফায়া হয়ে যায়। কিন্তু হায় আফসোস! আমরা অনেকে এই জানাজার নামাজের দোয়া আরবিতে পড়তে পারি না। তাই আজ আমি জানাজার নামাজের দোয়া আরবিতে ও বাংলা উচ্চারণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ইনশাআল্লাহ। আর যে বিষয় গুলো নিয়ে আজ আলোচনা করবো, সে গুলো নিচে তুলে ধরা হলো।

  • জানাযার নামাজের দোয়া
  • জানাজার নামাজের দোয়া আরবিতে
  • বাংলা উচ্চারণ সহ জানাজার নামাজের দোয়া
  • জানাজার নামাজের দোয়া বাংলা অর্থ সহ
  • জানাজার নামাজের দোয়া বাংলা

ইসলামের বিধান অনুযায়ী জানাযার নামাজ

জানাযার জন্য মৃত্য ব্যাক্তিকে কিবলামুখী করে রাখতে হবে। মৃত্য ব্যাক্তি যদি পুরুষ হয় তাহলে ইমাম তার মাথা বরাবর দাঁড়াবে আর মহিলা হলে মাঝামাঝি দাঁড়াবে। এটাই নবী কারীম (সাঃ) এর সুন্নত। এই জানাযার নামাজ একজন ইমামের নেতৃত্বে জামাতের সাথে অনুষ্ঠিত হয়। আর এই নামাজ দাঁড়িয়ে আদায় করতে হয়। চার তাকবিরে সালাম ফিরিয়ে জানাযার নামাজ শেষ হয়। তবে মৃত্য ব্যাক্তির জন্য জানাযার নামাজের দোয়া নামাজ শেষে করতে হয় না। ইসলামের বিধান অনুযায়ী নামাজের মাধ্যমেই মৃত্য ব্যাক্তির জন্য জানাজার নামাজের দোয়া আরবিতে বা বাংলায় করা হয়। এরপর জানাযার নামাজ শেষে মৃত্য ব্যাক্তি কে কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং ইসলামের রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।

মৃত ব্যাক্তির জন্য জানাজার নামাজের দোয়া আরবিতে

মৃত্য ব্যাক্তিকে গোসল করিয়ে জানাযার নামাজের স্থানে নিয়ে যাওয়া হয়। একজন ইমামের নেতৃত্বে এই জানাযার নামাজ সম্পন্ন হয়। এই জানাযার নামাজ ফরজে কিফায়া। মৃত্য ব্যাক্তির জন্য জানাজার নামাজের দোয়া আরবিতে করা এবং তার জন্য মাগফিরাত কামনা করা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। কিন্তু আফসোস, আমরা অনেকেই আজ জানাজার নামাজের দোয়া আরবিতে করতে পারি না। তাই আজ আমি তাদের জন্য জানাজার নামাজের দোয়া আরবিতে ও বাংলায় উচ্চারন নিয়ে এসেছি। নিচে জানাজার নামাজের দোয়া আরবিতে সহ বিস্তারিত দেওয়া হলো,

জানাজার নামাজের দোয়া আরবিতে উচ্চারনঃ لَّهُمَّ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الاْيمَانِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِيْنَ

জানাযার নামাজের দোয়া বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।”

জানাযার নামাজের দোয়া বাংলা অর্থঃ হে মহান আল্লাহ, এই মৃত ব্যক্তিকে বা তাকে ক্ষমা করুন ও তাকে দয়া করুন। শান্তিতে রাখুন ও তার থাকার স্থানটি বা জায়গাটি মর্যাদাশীল করুন। তার কবরটি প্রশস্থ করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে, তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন, যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়ে যায়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান দিয়ে দিন, পরিবার ও তার সঙ্গী দান করে দিন, হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করে দিন, তাকে কবরের আজাব ও দোজখের আজাব থেকে রক্ষা করুণ। (মুসলিম শরিফ হাদিস নং- ২/৬৩৪)

নাবালক ছেলের জানাজার নামাজের দোয়া আরবিতে

আর মৃত্য ব্যাক্তি যদি নাবালক ছেলে হয় তার জন্য নিচের জানাযার নামাজের দোয়া পড়তে হবে। জানাজার নামাজের দোয়া আরবিতে হলো,

-Advertisements-

নাবালক ছেলের জন্য জানাজার নামাজের দোয়া আরবিতে উচ্চারনঃ اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرً ا وَّاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفِّعًا

নাবালক ছেলের জন্য জানাযার নামাজের দোয়া বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মাজ আলহু লানা ফারাতাও ওয়াজ আলহু লানা আজরাও ওয়াজ আলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ।

জানাযার নামাজের দোয়া বাংলা অর্থঃ হে আল্লাহ, আপনি এই নাবালক ছেলে কে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন, নাবালক ছেলেকে করুন আমাদের জন্য প্রতিদান স্বরূপ এবং তাকে বানান আমাদের জন্য সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে।

নাবালিকা মেয়ের জানাজার নামাজের দোয়া আরবিতে

আর মৃত্য ব্যাক্তি যদি নাবালিকা মেয়ে হয় তার জন্য নিচের জানাজার নামাজের দোয়া পড়তে হবে। জানাজার নামাজের দোয়া আরবিতে হলো,

নাবালিকা মেয়ের জন্য জানাজার নামাজের দোয়া আরবিতেঃ اللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَاجْعَلْهَا لَنَا اَجْرًا وَذُخْرًاوَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَمُشَفَّعَة

নাবালিকা মেয়ের জন্য জানাযার নামাজের দোয়া বাংলা উচ্চারনঃ আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজ আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফ ফায়ান।

জানাযার নামাজের দোয়া বাংলা অর্থঃ হে আল্লাহ, আপনি এই নাবালিকা মেয়ে কে আমাদের জন্য অগ্রবর্তী হিসেবে কবুল করুন, নাবালিকা মেয়েকে করুন আমাদের জন্য প্রতিদান স্বরূপ এবং তাকে বানান আমাদের জন্য সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে।

এরপর ইমাম সাহেব চতুর্থ তাকবির দিয়ে ডানে ও বামে সালাম ফিরিয়ে জানাযার নামাজ শেষ করবেন।

জানাযার নামাজে কেউ যদি দেরি করে আসে বা জানাজার নামাজের কিছু অংশ পায়। তারা ইমাম সাহেব কে অনুসরন করবে। যতটা সম্ভব নিজেই চার তাকবির আদায় করার চেষ্টা করতে হবে। যদি সম্ভব না হয়, তাহলে ইমাম সাহেব কে অনুসরন করে সালাম ফিরিয়ে জানাযার নামাজ শেষ করতে হবে। কেননা, জানাযার নামাজ কাযা পড়ার কোন সুযোগ নেই। এই জানাযার নামাজের দোয়া জামাতে আদায় করতে হয়।

বন্ধুরা, আজ আমরা জানাজার নামাজের দোয়া আরবিতে বাংলা উচ্চারনে যে শিক্ষা অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাদের ঐ শিক্ষার উপর বেশি বেশি আমল করার এবং বিশেষ করে জানাজার নামাজের দোয়া আরবিতে উচ্চারন করার তৌফিক দান করুন। আমিন

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More