জানাজার নামাজের ইমামতির নিয়ম ও নিয়ত

জানাযার নামাজের ইমামতির নিয়ম ও নিয়ত

হাদিসের আলোকে দলিলসহ জানাজার নামাজের ইমামতির নিয়ম ও নিয়ত । এই জানাজার নামাজ পড়তে আসেন অনেকেই এবং পড়াতে আসেন একজন। যিনি পড়াতে আসেন তিনি হলেন ইমাম। আর এই ইমামের নেতৃত্বে জনাজার নামাজ সম্পূর্ণ করা হয়। মৃত্য ব্যাক্তি কে কবর দেওয়ার পূর্বে একজন ইমামের নেতৃত্বে যে নামাজ আদায় করা হয় তাকে, জানাযার নামাজ বলে। আর এই জানাযার নামাজ আদায় করা ফরজে কেফায়া। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়, হাদিসের আলোকে দলিলসহ জানাজার নামাজের ইমামতির নিয়ত, নিয়ম ও জানাজার নামাজের দোয়া সম্পর্কে বিস্তারিত।

জানাজার নামাজের ইমামতির নিয়ম ও নিয়ত দোয়া

দলিলসহ জানাজার নামাজের ইমামতির নিয়ম

জানাযার নামাজ চার তাকবিরের সাথে আদায় করা হয়। জানাজার নামাজের নিয়ম অনুযায়ী এই নামাজে কোন রুকু সিজদাহ নেই, দাঁড়িয়ে আদায় করতে হয়। আর সালাম ফিরিয়ে জানাযার নামাজ শেষ করতে হয়। এই জানাযার নামাজ পরিচালনা করেন একজন ইমাম। আর তিনি জানাজার নামাজের ইমামতির নিয়ম কানুন সব অনুসরন করে আদায় করেন। চলুন বন্ধুরা জেনে নেই দলিলসহ জানাজার নামাজের ইমামতির নিয়ম গুলো কি কি।

জানাজার নামাজের ইমামতির নিয়ম সমূহ

১। জানাজার নামাজের ইমামতির নিয়ম অনুযায়ী বলা যায়, ইমামের প্রথম কাজ মৃত্য ব্যাক্তি কে কাফন পড়িয়ে জানাযার নামাজ এর জন্য প্রস্তুত করা।

২। এরপর ইমাম সাহেব সকল মুসল্লীদের নিয়ে কাতার করবেন। সম্ভব হলে কয়েকটি দ্বীনি কথা বলবেন যেন, মানুষ মৃত্যুর কথা বেশি বেশি স্বরণ করে।

৩। তারপর জানাজার নামাজের নিয়ম অনুসরণ করে সবার কাছ থেকে অনুমতি নিবেন। জানাজার নামাজের ইমামতির নিয়ম অনুযায়ী তিনি মৃত্য ব্যাক্তির বুক (পুরুষ হলে) বরাবর দারাবেন আর মহিলা হলে মাঝ বরাবর দাড়াবেন।

৪। জানাজার নামাজের ইমামতির নিয়ম অনুযায়ী, তিনি সবাই কে জানাজার নামাজের নিয়ম ও জানাজার নামাজের নিয়ত বলে দিবেন। যেন কারো ভুল না হয়। জানাজার নামাজের ইমামতির নিয়ত বলার পর যারা আরবিতে পারে তারা আরবিতে নিয়ত করবে। আর যারা আরবিতে পারে না তারা বাংলায় নিয়ত করবে। তবে আরবিতে নিয়ত দুই রকমের হবে, যা পুরুষের জন্য এক রকম এবং মহিলার জন্য আরেক রকম। নিচে জানাজার নামাজের নিয়ত দেওয়া হলো,

জানাজার নামাজের নিয়ত

আরবিতে উচ্চারনঃ نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِ
ْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

জানাজার নামাজের ইমামতির নিয়ত বাংলায় উচ্চারনঃ নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবা আ তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লেহাযাল মাইয়্যেতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার।

বাংলা নিয়তঃ জানাজার নামাজ ফরজে কেফায়া, চার তাকবিরের সহিত কিবলামুখী হয়ে এই মাইয়্যেতের জন্যে দোয়া করিতেছি আল্লাহু আকবর।

এখানে মৃত্য ব্যাক্তি পুরুষ হলে জানাজার নামাজের ইমামতির নিয়ত এর সময় ‘লেহাযাল মাইয়্যেতে’ পড়তে হবে। আর মৃত্য ব্যাক্তি মহিলা হলে জানাজার নামাজের ইমামতির নিয়ত এর সময় ‘লেহাযিহিল মাইয়্যেতে’ পড়তে হবে।

৫। তারপর ইমাম সাহেব নিজে কিবলামুখী হয়ে মনে মনে জানাজার নামাজের ইমামতির নিয়ত করে নিবেন।

৬। জানাযার নামাজ চার তাকবিরের সাথে আদায় করতে হয়। ইমাম সাহেব প্রথম তাকবির দিয়ে হাত বাধবেন। পরের তিন তাকবির দেওয়ার সময় হাত তুলবেন না। মনে রাখতে হবে, ( জানাযার নামাজ এর সময় হাত তুলতে হয় না হাত বেঁধেই রাখতে হয়। অপরদিকে ঈদের নামাজে তাকবিরের সময় হাত তুলতে হয় )।

৭। জানাজার নামাজের ইমামতির নিয়ম হলো প্রথম তাকবির দেওয়ার পর সানা পড়া।

জানাযার নামাজের সানা

আরবিতে উচ্চারনঃ سُبْحَا نَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ

-Advertisements-

জানাযার নামাজ এর সানা বাংলায় উচ্চারনঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারা কাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।

৮। প্রথম তাকবিরের কাজ শেষ হলে, দ্বিতীয় তাকবিরে জানাজার নামাজের ইমামতির নিয়ম অনুযায়ী দরুদ শরীফ পড়া।

জানাযার নামাজ এর দরুদ শরীফ আরবিতে উচ্চারনঃ للَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَ اهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ

كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَا هِيْمَ اِنَّكَ حَمِيْدٌمَّجِيْدٌ

জানাযার নামাজ এর দরুদ শরীফ বাংলায় উচ্চারনঃ আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামীদুম্মাজীদ।

৯। এরপর তৃতীয় তাকবির হলে জানাজার নামাজের ইমামতির নিয়ম হচ্ছে, জানাজার নামাজের দোয়া পাঠ করা। জানাজার নামাজের যে নির্ধারিত দোয়া রয়েছে তা মনে মনে পাঠ করতে হবে। তবে এখানে কয়েকটি বিষয় রয়েছে, তা হলো প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলার জন্য জানাজার নামাজের দোয়া এক রকম এবং নাবালক ও নাবালিকাদের জন্য জানাজার নামাজের দোয়া আরেক রকম দোয়া পড়তে হবে। নিচে জানাজার নামাজের দোয়া টি দেওয়া হলো।

জানাজার নামাজের দোয়া

আরবিতে উচ্চারনঃ اغْفِرْلحَيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى
الاْيمَانِ بِرَحْمَتِكَ يَا ارْحَمَ الرَّاحِمِيْنَ

জানাজার নামাজের দোয়া বাংলায় উচ্চারনঃ আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িইবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।

নাবালক ছেলের জন্য যে জানাজার নামাজের দোয়া পাঠ করতে হবে তা হলো,

নাবালক ছেলের জন্য জানাজার নামাজের দোয়া আরবিতে উচ্চারনঃ اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًا وْاَجْعَلْهُ لَنَا اَجْرًا وَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَمُشَفَّعًا

জানাজার নামাজের দোয়া বাংলায় উচ্চারনঃ আল্লাহুম্মাজ আল হুলানা ফারতাও ওয়াজ আল হুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজ আলহুলানা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়াহ।

নাবালিকা মেয়ের জন্য যে জানাজার নামাজের দোয়া পাঠ করতে হবে তা হলো,

নাবালিকা মেয়ের জন্য জানাজার নামাজের দোয়া আরবিতে উচ্চারনঃ اَللَّهُمَّ اجْعَلْهَا لَنَا فَرْطًا وَاجْعَلْهَا لَنَا اَجْرًا وَذُخْرًاوَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَمُشَفَّعَة

জানাজার নামাজের দোয়া বাংলায় উচ্চারনঃ আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজ আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফফায়াহ।

১০। এরপর চতুর্থ তাকবিরে জানাজার নামাজের ইমামতির নিয়ম অনুযায়ী ইমাম সাহেব আস্তে আস্তে প্রথমে ডান দিকে সালাম ফেরাবেন এবং পরে বাম দিকে সালাম ফেরাবেন। আর এভাবেই জানাজার নামাজের ইমামতির নিয়ম অনুযায়ী ইমাম সাহেব জানাযার নামাজ শেষ করবেন।

আপনি চাইলেই একজন ইমাম হিসাবে জানাজার নামাজের ইমামতির নিয়ম গুলো দেখে নামাজের কাজটি সম্পূর্ণ করতে পারবেন।

বন্ধুরা, আজ হাদিসের আলোকে দলিলসহ জানাজার নামাজের ইমামতির নিয়ম ও জানাজার নামাজের ইমামতির নিয়ত সম্পর্কে যা যা জানাতে পেরেছি। তার উপর আল্লাহ তাআলা আমাদের সবাই কে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন

আপনি আরো পড়তে পারেন, দরুদ শরীফের বাংলা উচ্চারণ ও অর্থ।

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More