কোরবানি সম্পর্কে হাদিস যা জানা জরুরী

কোরবানি সম্পর্কে হাদিস

কোরবানি ইসলামের অন্যতম একটি ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য সামর্থবানরা কোরবানি করে থাকেন। অন্যান্য ইবাদতের মতো কোরবানিও মহান আল্লাহর পক্ষ থকে নির্ধারিত। নবী করীম (সা) ও কোরবানি করেছেন। এ জন্য কোরবানি নিয়ে কিছু প্রয়োজনীয় হাদিস আপনার জানা দরকার। যেন কোন কার্যকলাপে আপনার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আজকে কোরবানির সম্পর্কে কিছু হাদিস আমরা জানবো।

হাদিসের আলোকে কোরবানির পশু সুন্দর হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। মুহাম্মদ (সা) হৃষ্টপুষ্ট , সুন্দর ও নিখুঁত পশু কোরবানি দিতেন। তিনি খুঁতবিশিষ্ট পশু কোরবানি দিতে নিষেধ করেছেন।

কোরবানির সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। বাণী কথার পাঠকদের জন্য এমন কিছু বিষয় নিয়ে হাদিস উল্লেখ করবো যা একজন মুসলিমের জানা জরুরী। চলুন শুরু করা যাক কোরবানি সম্পর্কে হাদিস।

কোরবানি সম্পর্কে হাদিস

কোরবানি সম্পর্কে হযরত মুহাম্মদ (সা) যে সকল কথা ও কাজ বা পথ নির্দেশ দিয়ে গেছেন সেই সকল কথা বা কাজকে কোরবানির হাদিস বলা হয়। কোরবানি সম্পর্কে মুহাম্মদ (সা) অনেক কথা ও কাজ করেছেন যা আমাদের অনুসরণ ও অনুকরণ করা একান্তই জরুরী। চলুন জেনে নেই কোরবানি সম্পর্কে কিছু হাদিস –

হযরত মুহাম্মদ (সা) এর কোরবানি

মুহাম্মদ (সা) তার জীবদ্দশায় কোরবানি করেছেন। আনাস ইবনে মালিক (রা) বলেন, আল্লাহর রাসুল মুহাম্মদ (সা) দুইটি সাদা কালো বর্ণের বড় শিং বিশিষ্ট নর দুম্বা কোরবানি করেছেন।

আমি দেখেছি, তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বললেন। অতঃপর নিজ হাতে জবেহ করলেন। (বুখারি, হাদিস : ২/৮৩৪)

আবদুল্লাহ ইবনে ওমর (রা) বলেন, মুহাম্মদ (সা) ঈদগাহে জবেহ করতেন এবং নহর করতেন। (বুখারি, হাদিস : ২/৮৩৩)

সুতরাং কোরবানির পশু জবাই করার নিয়ম হল, গরু, ছাগল ও দুম্বা জবাই করতে হবে এবং উট হলে নহর করতে হবে। এমনটাই নবী করীম (সা) করেছেন।

কোরবানির পশু জবাই নিয়ে হাদিস

কোরবানির পশু জবাই করার সময় ছুরিতে শান দিয়ে নিতে হবে যেন সহজেই জবাই করা যায় ও পশু কম কষ্ট পায়। পশু কোরবানি সম্পর্কে অনেক হাদিস রয়েছে।

শাদ্দাদ ইবনে আওছ (রা) থেকে বর্ণিত, হাদিসে মুহাম্মদ (সা) বলেন, আল্লাহ তাআলা সবকিছুর ওপর অনুগ্রহ অপরিহার্য করেছেন। অতএব, যখন তোমরা জবাই করবে, তো উত্তম পদ্ধতিতে জবাই করো। প্রত্যেকে তার ছুরিতে শান দেবে এবং তার পশুকে শান্তি দেবে। (সহিহ মুসলিম, হাদিস : ২/১৫২)

-Advertisements-

কোরবানির পশুর বয়স নিয়ে হাদিস

কোরবানি সম্পর্কে হাদিস এ পশুর বয়স সম্পর্কে বলা হয়েছে। জাবির (রা) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা) বলেন, তোমরা (কোরবানিতে) মুছিন্না ছাড়া জবেহ করবে না। তবে সংকটের অবস্থায় ছয় মাস বয়সী ভেড়া-দুম্বা জবেহ করতে পারবে। (সহিহ মুসলিম, হাদিস : ২/১৫৫)

কোরবানির পশুর বয়স উটের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর হতে হবে। পশু কোরবানির গরুর ও মহিষের বয়স হতে হবে দুই বছর। ভেডা প দুম্বার বয়স ছয় মাস হলেও চলবে কিন্তু কোরবানির পশু ভেডা বা দিম্বা দেখতে এক বছর বয়সীর মতো হতে হবে।

কোরবানি করার সময় সম্পর্কে হাদিস

পশু কোরবানি করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা রয়েছে। হাদিসে আছে কোনো কোনো সাহাবি ভুলক্রমে ঈদের নামাজের আগে কোরবানি করেছিলেন। মুহাম্মদ (সা) তাদের পুনরায় কোরবানি করার আদেশ করেন। (সহিহ বুখারি, হাদিস : ২/৮২৭)

বারা ইবনে আজিব (রা.) বলেন, আল্লাহর রাসুল মুহাম্মদ (সা) আমাদের উদ্দেশে খুতবা দিলেন। তাতে বললেন, আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা, এরপর কোরবানি করা। সুতরাং যে এভাবে করবে, তার কাজ আমাদের তরিকা (পদ্ধতি) মতো হবে। আর যে আগেই জবেহ করেছে (তার কাজ তরিকা মতো হয়নি) অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোশত, (আল্লাহর জন্য উৎসর্গিত) কোরবানি নয়। (সহিহ বুখারি, হাদিস : ২/৮৩২)

কোরবানির গোশত খাওয়া ও রাখা সম্পর্কে হাদিস

পশু কোরবানির গোশত খাওয়া এবং কোরবানির গোশত রাখা নিয়ে হাদিস রয়েছে। জাবির (রা) থেকে বর্ণিত হাদিসে মুহাম্মদ (সা) তিনরাত পর কোরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন। এরপর (অবকাশ দিয়ে) বলেন, খাও, পাথেয় হিসাবে সঙ্গে নাও এবং সংরক্ষণ করে রাখ। (সহিহ মুসলিম, হাদিস : ২/১৫৮)

উম্মুল মুমিনিন আয়েশা (রা) কোরবানি সম্পর্কে হাদিস এর এক বর্ণনায় আছে যে, খাও, সংরক্ষণ কর এবং সদকা করো। (সহিহ মুসলিম, হাদিস : ২/১৫৮)

পশু কোরবানির শরীক নিয়ে হাদিস

বর্তমানে আমরা প্রায়সই কোরবানিতে শরীক হই। কিন্তু কোরবানির পশুর শরীক কর জন হবে তা সম্পর্কে আমরা জানি না। কোরবানির শরীক সম্পর্কে হাদিস –

হজরত জাবির (রা) বলেন, আমরা হজের ইহরাম বেঁধে মুহাম্মদ (সা) এর সঙ্গে বের হলাম। তিনি আমাদেরকে আদেশ করলেন যেন আমরা প্রতিটি উট ও গরুতে সাতজন করে শরিক হয়ে কোরবানি করি। (সহিহ মুসলিম: ১/৪২৪)

অন্য একটি বর্ণনায় রয়েছে, মুহাম্মদ (সা) ইরশাদ করেছেন, একটি গরু সাত জনের পক্ষ হতে এবং একটি উট সাত জনের পক্ষ হতে (কোরবানি করা যায়)। (সুনানে আবু দাউদ: ২/৩৮৮)

মহান আল্লাহ তাআলা আমাদের কোরবানি সম্পর্কে হাদিস গুলো বোঝার ও সে অনুযায়ী নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More