মসজিদে প্রবেশের দোয়া আরবী ও বাংলা উচ্চারন

মসজিদে প্রবেশের দোয়া

আল্লাহর ঘর মসজিদে প্রবেশের দোয়া নিয়ে আজ আমরা আলোচনা করবো। আল্লাহর এই ঘর বা মসজিদে প্রবেশে করার দোয়া রয়েছে, আছে গুরুত্বপূর্ণ আদব। অপবিত্র, নেশাগ্রস্ত হয়ে মসজিদে প্রবেশ করা যায় না। কেননা, ইবাদত বন্দেগি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ঘরে ঢুকতে হলে সাদা দিল স্বছ মন নিয়ে যেতে হয়। তা না হলে ইবাদতে মন বসে না। সুতরাং মসজিদে প্রবেশের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আদব ও দোয়া। আমরা যখন মসজিদে প্রবেশ করার দোয়া বলি, তখন ডান পা সামনে দেই। কিন্তু যারা মসজিদে প্রবেশের দোয়া আরবী বলতে পারে না। তারা অবশ্যই মসজিদে প্রবেশ করার দোয়া আরবিতে অথবা বাংলায় বলবেন। তাই আজ আমি আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় টি নিয়ে এসেছি। তাহলো মসজিদে প্রবেশের দোয়া এবং কিভাবে মসজিদে প্রবেশ করার দোয়া বলতে হয়। তা নিয়ে বিস্তারিত আলোচনা। চলুন তাহলে শুরু করি আমাদের আলোচনার মূল বিষয় বস্তু মসজিদে প্রবেশের দোয়া বাংলায় ও আরবিতে বিস্তারিত।

ইবাদতের স্থান মসজিদে প্রবেশের দোয়া

মসজিদ একটি বরকতময় স্থান। এই ঘরে ঢুকলে আল্লাহর আরশে আজিম থেকে রহমত ঝরতে থাকে। সে জন্য মসজিদে ঢুকতে হলে অবশ্যই আগে ডান পা দিয়ে মনে মনে মসজিদে প্রবেশের দোয়া পড়ে ঢুকতে হয়। আর কেউ যদি মসজিদে প্রবেশের দোয়া বলে, সে সুন্নতের মহান ফজিলত অর্জন করবে। অন্যদিকে কেউ যদি ডান পা না দিয়ে বাম পা সামনে দিয়ে ঢুকে, তার কোন পাপ হবে না। তবে তিনি সুন্নতের মহান ফজিলত থেকে বঞ্চিত হবেন। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) মসজিদে প্রবেশের দোয়া পড়ে প্রবেশ করেছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত মসজিদে প্রবেশ করার দোয়া বলে প্রবেশ করা। নিচে মসজিদে প্রবেশের দোয়া টি দেওয়া হলো।

হাদিসের বর্ণনা অনুযায়ী মসজিদে প্রবেশের এই দোয়া গুলো পাওয়া যায়

১। হজরত হায়াওয়া ইবনু শুরাইহ বর্ণনা করেছেন যে, হজরত উকবা ইবনু মুসলিম রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার দেখা হলে, আমি তাকে বলি ‘ আমার কাছে এ মর্মে সংবাদ পৌঁছেছে যে, আপনি হজরত আব্দুল্লাহ ইবনু আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছে যে, নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে প্রবেশ করার সময় দোয়া বলতেন।

প্রার্থনাগার মসজিদে প্রবেশের দোয়া আরবী

হাদিসের আলোকে মসজিদে প্রবেশের দোয়া আরবী : اَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَ سُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

মসজিদে প্রবেশের দোয়া বাংলায় : আউযুবিল্লাহিল আযিম ওয়া বিওয়াঝহিহিল কারিম ওয়া সুলতানিহিল ক্বাদিমি মিনাশ শায়তানির রাঝিম। (আবু দাউদ, ইবনে মাজাহ)।

মসজিদে প্রবেশের দোয়া বাংলায় অর্থ : আমি মহান আল্লাহর, তাঁর সম্মানিত চেহারার এবং তাঁর চিরন্তন কর্তৃত্বের মাধ্যমে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।

উকবা ইবনে মুসলিম মসজিদে প্রবেশের দোয়া টি শোনার পর বলেন, তোমার কাছে কি শুধু এতটুকুই পৌঁছেছে? আমি বলি, হ্যাঁ! উকবা ইবনে মুসলিম বলেন, কেউ এই দোয়া টি পড়লে শয়তান বলে, সে তো সারাদিনের জন্য আমার হাত থেকে নিরাপদ হয়ে গেল! (আবু দাউদ)

-Advertisements-

মসজিদে প্রবেশের দোয়া আরবী ও বাংলা উচ্চারন

২। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অথবা আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন সে যেন এই দোয়া টি বলে,

মসজিদে প্রবেশ করার দোয়া টি

হাদিসের আলোকে মসজিদে প্রবেশের দোয়া আরবী : اَلّلهُمَّ افْتَحْ لِيْ أَبْوَاب رَحْمَتِكَ

মসজিদে প্রবেশের দোয়া বাংলায় : আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিকা।

মসজিদে প্রবেশের দোয়া বাংলায় অর্থ : হে আল্লাহ! আপনি আমার গোনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।

নবি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিটি পদক্ষেপেই মানুষের কল্যাণ খুঁজতেন। মানুষকে কল্যাণের পথে চলার দিকনির্দেশা দিতেন। কারণ মসজিদে ঢুকে কেউ যেন শয়তানের আক্রমণের স্বীকার না হয়। সে জন্য তিনি শয়তান থেকে হেফাজতের জন্য আশ্রয় চেয়েছেন। উপরে উল্লাখিত মসজিদে প্রবেশের দোয়াগুলো পড়ে কেউ যখন মসজিদে প্রবেশ করে। আর শয়তান থেকে আশ্রয় চায়। তখন শয়তান ঐ মুসল্লির উপর কুমন্ত্রণা ও প্ররোচনা দিতে ব্যর্থ হয়ে যায়। আর মুমিন মুসলমান সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারে।

আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ চাওয়া পাওয়ায় জন্য ধ্যান মগ্ন হন। তাই আমাদের সকলের উচিত মসজিদে প্রবেশের দোয়া আরবী তে না পারলেও অন্তত মসজিদে প্রবেশ করার দোয়া বাংলায় পাঠ করা। সুতরাং, মুমিন মুসলমানের উচিত, মসজিদে প্রবেশের দোয়া আরবী হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী যথাযথ আমল করা।

আল্লাহ তাআলা আমাদের সবাই কে মসজিদে প্রবেশের দোয়া আরবিতে অথবা বাংলায় এবং হাদিসের উপর যথাযথ আমল করে শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

আপনি আরো পড়তে পারেন, আযানের দোয়া বাংলায় উচ্চারন।

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More