অযুর দোয়া আরবি ও বাংলা উচ্চারন সহ নিয়ত সম্পর্কে জেনে নিন

অযুর দোয়া

অযু হচ্ছে দেহের পবিত্রতা অর্জনের একমাত্র মাধ্যম। শুধু কি ইবাদতের জন্য অযু করা ফরজ তা নয়। সকল মুমিন মুসলমান উচিত সব সময় অযু অবস্থায় থাকা। কেননা অযু করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দায়েমি সুন্নাত। হাদিসের বর্ণনা মতে অযুর শুরু ও শেষে রয়েছে ফজিলতপূর্ণ একাধিক দোয়া। তাই আমাদের সকলের উচিত সর্বদাই অযু অবস্থায় থাকা এবং অজুর পর দোয়া করা। কেননা দেহ অপবিত্র থাকলে অযু করে পবিত্রতা রক্ষা করতে হবে। তাই আমাদের সকলের উচিত অযুর দোয়া আরবি অথবা বাংলা উচ্চারন সহ নিয়ত সম্পর্কে বিস্তারিত জানা।

অযুর নিয়ত

অযুর নিয়ত বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আতাওয়াজ্জায়া লিরাফ’ইল হাদাছি ওয়াস্তিবাহাতাল লিছছালাতি ওয়া তাক্বাররুবান ইল্লাল্লা-হি তা’আলা।

বাংলা অর্থ অযুর নিয়ত : আমি নাপাকি দূর করার জন্য, বিশুদ্ধভাবে নামাজ পড়ার ও আল্লাহ তা’আলার নৈকট্য লাভের উদ্দেশ্যে অজু করছি।

এখন আমি আপনাদের জানিয়ে দেবো, অযু করার সময় এবং অজুর শেষে যে চারটি দোয়া পড়ার জন্য হাদীসে নির্দেশনা রয়েছে। তাতে অনেক ফজিলত ঘোষনা করা হয়েছে। আর অজুর এই ফজিলতপূর্ণ দোয়া গুলো নিম্নে তুলে ধরা হলো-

হাদিসের আলোকে অযুর দোয়া

অযুর শুরুতে বিসমিল্লাহ বলা। কেননা, যেকোন কাজের শুরুতে এই শব্দটি বলা অতি উত্তম।

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْم
উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম।
অর্থ : পরম করুনাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

তারপর অযু করার সময় নিচের এই দোয়া টি বলতে হবে।

অযুর দোয়া আরবি উচ্চারণ : اَللَّخُمَّ اغْفِرْلِىْ ذَنْبِى وَ وَسِّعْلِىْ فِىْ دَارِىْ وَبَارِكْ لِىْ فِىْ رِزْقِىْ

অযুর দোয়া বাংলা উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসিলি ফি দারি, ওয়া বারিক লি ফি রিযক্বি। (নাসাঈ)

-Advertisements-

বাংলা অর্থ অজুর দোয়া : হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিযিক্বে বরকত দিয়ে দাও।

এরপর অযু শেষে নিম্নের কালেমা পড়া যা দোয়া হিসাবেও পড়া যাবে।

অযুর দোয়া আরবি উচ্চারণ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

অযুর দোয়া বাংলা উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

বাংলা অর্থ অজুর দোয়া : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসুল। ( মুসলিম, মিশকাত )

কালেমা পড়া শেষে অযুর এই দোয়া টি পড়তে হবে।

অযুর দোয়া আরবি উচ্চারণ : اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ التَّوَّابِينَ ، وَاجْعَلْنِي مِنْ الْمُتَطَهِّرِينَ

অজুর দোয়া বাংলা উচ্চারণ : আল্লাহুম্মাঝআলনি মিনাত তাউয়্যাবিনা ওয়াঝআলনি মিনাল মুতাত্বাহ্‌হিরিন।

বাংলা অর্থ অজুর দোয়া : হে আল্লাহ! আমাকে তওবাকারীদের অন্তর্ভূক্ত করুন এবং পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে শামিল করে নিন। ( তিরমিজি, মিশকাত )

অযুর শুরু থেকে শেষ পর্যন্ত উপরের উল্লেখিত দোয়া গুলো অনেক ফজিলত পূর্ণ। যা একজন অযু কারীকে পবিত্র ও নেককার বান্দায় পরিণত করে দেয়। আর তাঁর জন্য জান্নাতের সব দরজা উন্মুক্ত থাকে। সুতরাং সকল মুমিন মুসলমানের উচিত, একান্ত মনোযোগের সঙ্গে সুন্নাতের অনুসরণে সব সময় অযু অবস্থায় থাকা। হাদিসে ঘোষিত অযুর ফজিলত ও উপকারিতা গুলো অর্জন করা।

বন্ধুরা, এই ছিল অজুর দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা সবাই অযুর দোয়া আরবি না পারলেও বাংলা শিখে নিবেন। আর অযুর নিয়ত সম্পর্কে জেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকল কে অযুর দোয়া এবং নিয়ত করার জন্য কবুল করুন। আমিন

আপনি আরো পড়তে পারেন, আযানের পর যে দোয়াটি পড়বেন। 

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More