রাতে ঘুমানোর দোয়া বাংলায় ও আরবি অর্থসহ বিস্তারিত

রাতে ঘুমানোর দোয়া বাংলায়

আজ আমি আপনাদের জানাবো রাতে ঘুমানোর দোয়া বাংলায় ও আরবিতে অর্থসহ উচ্চারন এবং ঘুমানোর বিস্তারিত ইসলামিক তথ্য গুলো সম্পর্কে। কেননা, রাতের ঘুম মানুষের ক্লান্তি দূর করে শর্রীরে সতেজতা ফিরিয়ে আনে। বান্দার ক্লান্তি দূর করার জন্য আল্লাহ তাআলা রাত কে অন্ধকার দিয়ে ঢেকে রেখেছেন। আর দিন কে করেছেন সূর্যের আলোয় আলোকিত। বান্দারা যেন, সারা দিন পরিশ্রম করে আর রাতে সারা দিনের ক্লান্তি দূর করতে পারে। এজন্যই তিনি রাত কে সৃষ্টি করেছেন। তিনি কতই না মহান। কিন্তু আমরা তার নিয়ামতের শুকর করি না। তাই আমাদের প্রত্যেকের উচিত ঘুমের দোয়া বাংলায় বা ঘুমানোর দোয়া আরবিতে নিয়ত করে রাতে ঘুমানো। তাহলে একটু হলেও তিনি খুশি হবেন। চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়, রাতে ঘুমানোর দোয়া বাংলায় ও আরবিতে অর্থসহ বিস্তারিত আলোচনা।

বিশ্ব নবী রাতে ঘুমানোর দোয়া সম্পর্কে কি বলেছেন

হজরত হুযাইফাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবী কারীম (সাঃ) রাতের বেলায় নিজ বিছানায় ( শোয়ার ) ঘুমানোর সময় নিজ হাত গালের নিচে রাখতেন আর ঘুমের দোয়া বলতেন। এছাড়া হাদিস শরিফে ঘুমানোর আগে কয়েকটি ঘুমের দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ঘুমানোর দোয়া আরবিতে না পারলেও বাংলায় এই ছোট দোয়াটি পড়া যায়। দোয়া টি হলো,

রাতে ঘুমানোর দোয়া আরবি উচ্চারন : اللهم باسمك أموت وأحيا

রাতে ঘুমানোর দোয়া বাংলায় উচ্চারন : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া’।

হাদিসে আলোকে রাতে ঘুমানোর দোয়া অর্থসহ বাংলায় : হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব’।

উপরের উল্লেখিত ঘুমের দোয়া টি ছাড়াও রাসুল (সাঃ) নিচের দোয়া টি পড়তেন। ঘুমের দোয়া টি হলো,

-Advertisements-

রাতে ঘুমানোর দোয়া আরবি উচ্চারন : اللهما قبيني آية-باكا ياوما تبعاشو إبا-دكا

রাতে ঘুমানোর দোয়া বাংলায় উচ্চারন : আল্লাহুম্মা ক্বিনী আ’যা-বাকা ইয়াওমা তাব’আছু ই’বা-দাকা।

হাদিসে আলোকে রাতে ঘুমানোর দোয়া অর্থসহ বাংলা  : ‘হে আল্লাহ! তুমি আমাকে তোমার আযাব হতে রক্ষা কর, যেদিন তুমি তোমার বান্দাদেরকে কবর হতে ওঠাবে। (জামে আত-তিরমিজি)

এছাড়া রাতে ঘুমানোর আরো অনেক দোয়া ও সুরা রয়েছে। ঘুমানের আগে ও পরে দোয়া পড়া মুমিন বান্দার জীবনের অংশ। ঘুমের আগে আল্লাহর নাম না নেওয়া কিংবা ঘুমের দোয়া না পড়া অনুচিত। হাদিসে রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি ঘুমের দোয়া বা আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। (আবু দাউদ, হাদিস : ৪৮৫৬)। তাই আমাদের প্রত্যেকের উচিত ঘুমানোর দোয়া আরবিতে না পারলেও বাংলা পড়ে ঘুমিয়ে যাওয়া।

রাতে ঘুমানোর দোয়া বাংলায় ও আরবি অর্থসহ বিস্তারিত

বন্ধুরা, আজ কে আমরা রাতে ঘুমানোর দোয়া বাংলায় ও আরবিতে উচ্চারন এবং অর্থসহ বিস্তারিত জানতে পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাই কে প্রতি রাতে ঘুমানোর দোয়া বাংলায় অথবা আরবিতে নিয়ত করে ঘুমানোর তৌফিক দান করুক। আমিন

আপনি আরো পড়তে পারেন, আযানের দোয়া বাংলা উচ্চারণ সহ অর্থ জেনে নিন

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More