যে তিনটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে
যে তিনটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় বাণী কথার পাঠক বৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Sponsored
সৃষ্টিকর্তা বলেছেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অর্থাৎ মহান আল্লাহতালা আমাদের ও জিন জাতিকে সৃষ্টি করেছেন তাহার ইবাদত করার জন্য। তিনি আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া ও আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ দুনিয়াতে মহান আল্লাহতালার আখরি তারা আখিরাতের জান্নাত।
আর দুনিয়াতে যারা মহান আল্লাহতালার আদেশ মাফিক চলবে না তারা আখিরাতে জাহান্নাম পাবে আমরা জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের আমল করে থাকেন। সবাই চাই সে যেনো জান্নাতে যায় কিন্তু সবাই আমল করতে চায় না।
আমাদের আজকের আলোচনার যে তিনটি আমল করলে জান্নাতে যাওয়া যাবে। চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনাটি।
যে তিনটি আমল করলে জান্নাতে যাওয়া যাবেঃ
১ প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা।
২. সূরা মূলক প্রতিরাতে একবার।
৩. সাইয়েদুল ইস্তেগফার পাঠ।
এই তিনটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। চলুন শুরু করা যাক এই তিনটি আমলের বিস্তারিত আলোচনা।
১. প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ
মহান আল্লাহতালা আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজের পর আমরা বিভিন্ন দোয়া কালাম পড়ি আল্লাহতালার উদ্দেশ্যে বিভিন্ন জিকির করি। আমরা যদি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করি তাহলে মহান আল্লাহতালা আমাদের আমলনামা আরো বেশি করে দেবেন।
যার ফলে এই আমলটি আমাদের জান্নাতে নিয়ে যাইতে সহায়তা করবে। যে ব্যক্তি এই আমলটি করবে সেই ব্যক্তির মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে।
২. সূরা মূলক প্রতিরাতে একবার
আমরা যারা মহান আল্লাহতালার নানা ইবাদত করে থাকি। বিভিন্ন সুরা কেরাত পাঠ করে থাকি কোরআন নিয়ে রয়েছে। বিভিন্ন সুরা কেরাত সুরা কেরাত প্রতিটির আলাদা আলাদা ফজিলত রয়েছে। আমরা যদি প্রতিরাতে সূরা মূলক পাঠ করি একবার। তাহলে এই আমলটি আমাদের জান্নাতে নিয়ে যেতে সহায়তা করবে।
৩. সাইয়েদুল ইস্তেগফার পাঠ
যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করবে রাতে সে ব্যক্তি যদি দিনে মারা যায়। কিংবা যে ব্যক্তি দিনে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে রাতে মারা যায় তাহলে সে জান্নাতি হবে।
আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্যই আমল করে থেকে। অর্থাৎ মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করে যেনো জান্নাতে যেতে পারি এই জন্যই আমরা আমল করে থাকি। আমরা যদি নিয়মিত এই তিনটি আমল করে থাকে। তাহলে এই তিনটি আমল আমাদের জান্নাতে যেতে সহায়তা করবে।