ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত
ঈদুল ফিতর নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে
পবিত্র ঈদুল ফিতর ( عيد الفطر ) চলে এসেছে। আপনি কি ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত জানেন? যদি জানেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না জেনে থাকেন। তাহলে,ধারাবাহিক ভাবে পড়তে থাকুন আর জেনে নিন। ঈদুল ফিতরের সালাতের নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত। কেননা, এখনো অনেক মুসলমান আছে যারা ঈদুল ফিতর নামাজের নিয়ম জানে না। এর কারণ হচ্ছে বছরে দুই বার ঈদের নামাজ আদায় করা হয়। যার ফলে অনেকে ঈদুল ফিতর নামাজের নিয়ম ও নামাজ কিভাবে পড়তে হয় তা ভুলে যান। চলুন তাহলে শুরু করি আজকের আলোচ্য বিষয় ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজ আমি আপনাদের সাথে যে সব বিষয় নিয়ে আলোচনা করবো, তার একটি তালিকা নিচে দেওয়া হলো-
Sponsored
ঈদুল ফিতর অর্থ কি
ঈদ মানেই হাসি খুশি। আর এই ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব। ঈদ হচ্ছে আরবী শব্দ। এটি ‘আওদ’ শব্দমূল থেকে উদ্ভূত। ঈদ শব্দের আভিধানিক অর্থ প্রত্যাবর্তন, পুনরায় আগমন। যেহেতু প্রতি বছর রোযার পর ঈদুল ফিতর উৎসব ও কুরবানী উৎসব আগমন করে। তাই এই উৎসব কে ঈদ নামে নামকরণ করা হয়েছে। আর এই ঈদ অর্থ হচ্ছে উৎসব বা পর্ব এবং ফিতর শব্দের অর্থ ভঙ্গকরণ বা রোযা ভঙ্গকরণ। সুতরাং ঈদুল ফিতর অর্থ রোযা ভাঙ্গার উৎসব।
হিজরি বর্ষপুঞ্জী অনুসারে শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদের নামাজের মধ্যে দিয়ে রোজা ভাঙ্গার উৎসব পালন করা হয়। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করেই এই উৎসব পালিত হয়।
এখন আমরা জানবো ঈদুল ফিতরের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত-
ঈদুল ফিতরের নামাজের নিয়ম
ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে মিসওয়াক করে উত্তম রুপে গোসল করা। তারপর সাধ্যমত পোশাক পরিধান করে খোশবু ব্যবহার করা। তবে অবশ্যই ঈদুল ফিতরের নামাজের নিয়ম অনুযায়ী ঈদ্গাহ মাঠে যাওয়ার পূর্বে সদকায় ফিতর আদায় করা। কেননা, এ গুলো ঈদের নামাজের নিয়ম এর একটি অবিচ্ছেদ্য অংশ। ঈদ্গাহ মাঠে যাওয়ার সময় অবশ্যই তাকবীর বলতে বলতে যেতে হবে। মাঠে গিয়েও মনে মনে তাকবীর বলতে হবে। ঈদের নামাজ দুই রাকাত। সেটি ঈদুল ফিতর হোক বা ঈদুল আজহা। ঈদুল ফিতর নামাজের কোন ইকামত নেই। তবে ঈদুল ফিতর নামাজের নিয়ম কিরাত উচ্চ স্বরে পড়া।
নামাজে ( জায়নামাজে ) দাঁড়িয়ে ঈদুল ফিতর নামাজের নিয়ত করতে হবে। তারপর “আল্লাহু আকবার” বলে দুই হাত কানের লতি পর্যন্ত তুলে তাহরিমা বাধঁতে হবে। এটি শুধু ঈদুল ফিতরের নামাজের নিয়ম নয় সব নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর ছানা পড়তে হবে,
ছানাঃ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা। ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।
ছানা পড়ার পর ইমাম সাহেব পরপর তিন বার “আল্লাহু আকবার” তাকবীর বলবেন। ঈদুল ফিতরের নামাজের নিয়ম অনুযায়ী মুসল্লিরা প্রথম দুই বার কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দেবে। প্রতিটি তাকবিরের পর তিনবার সুবহানাল্লাহ বলা যায় এমন সময় হাত ছেড়ে থাকতে হবে। কিন্তু তৃতীয় তাকবীরে হাত তুলে তাহরিমা বাধঁতে হবে। এরপর ইমাম সাহেব আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে নেবে। এরপর সূরা ফাতিহা পাঠ করে অন্য সূরা যুক্ত করে প্রথম রাকাত আদায় করবেন। যা স্বাভাবিক নামাজের মতোই রুকু ও সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাড়িয়ে যাবেন।
ঈদের নামাজ দ্বিতীয় রাকাত আদায়ের নিয়ম
দ্বিতীয় রাকাতের জন্য ঈদুল ফিতরের নামাজের নিয়ম অন্য রকম। ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। ররপর ইমাম সাহেব রুকু তে যাওয়ার পূর্বে তিন বার “আল্লাহু আকবার” বলবেন। প্রত্যক তাকবিরে হাত কান পর্যন্ত তুলে ছেরে দিতে হবে। প্রতিটি তাকবিরে তিনবার সুবহানাল্লাহ বলা যায় এমন সময় পর্যন্ত। চতুর্থ তাকবীরে “আল্লাহু আকবার” বলে হাত না বেঁধে রুকুতে যেতে হবে।
এরপর বৈঠকে বসে আত্ত্যাহিয়াতু, দরুদ শরীফ ও দোয়া মাছুরা পরে ঈদু ফিতরের নামাজ শেষ করবে। তারপর ঈদুল ফিতরের নামাজের নিয়ম উচ্চ স্বরে নিচের তাকবীর বলা,
আরবি উচ্চারনঃ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
বাংলা উচ্চারণঃ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
অর্থঃ আল্লাহ্ মহান আল্লাহ্ মহান- আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই আল্লাহ্ মহান আল্লাহ্ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
ঈদুল ফিতরের নামাজের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব মেম্বরে উঠে খুতবা পাঠ করবেন। ঈদের খুতবা শোনা ওয়াজিব। খুতবা শেষ করে মোনাজাত করে সবাই ঈদ্গাহ মাঠ ত্যাগ করবে।
ঈদুল ফিতরের নামাজের নিয়ত
আরবিতে ঈদুল ফিতরের নামাজের নিয়ত
আরবি উচ্চারনঃ نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتَّةِ تَكْبِرَاتِ وَاجِبُ اللَّهِ تَعَالَى اِِقْتَدَيْتُ بِهَذَا اْلاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
বাংলায় ঈদুল ফিতরের নামাজের নিয়ত
বাংলা উচ্চারনঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মায়া ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
অর্থঃ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহু আকবার।
বন্ধুরা ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে যা জানতে পেয়েছি। সে অনুযায়ী আমল করে আমাদের সবাই কে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন