কোরবানির পশু জবাই করার নিয়ম ও পদ্ধতি

কোরবানির পশু জবাই করার নিয়ম ও পদ্ধতি

ইসলামে কোরবানির পশু জবাই করার জন্য রয়েছে সুস্পষ্ট নিয়ম ও পদ্ধতি। হযরত মুহাম্মদ (সা) তার কোরবানির পশু তিনি নিজেই জবাই করেছেন। হাদিসে যার যার কোরবানির পশু তাদের নিজ হাতে জবাই করার কথা এসেছে। কোরবানির পশু জবাই করার নিয়ম , দোয়া ও পদ্ধতি না জানার কারণে অনেকে কোরবানি অন্যকে দিয়ে করান।

কোরবানির পশু জবাইয়ের জন্য সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতি আমাদের সকলের জানা দরকার। কোরবানির পশু জবাই করার নিয়ম ও পদ্ধতি খুবই সহজ। আমরা নিজেরা কোরবানির নিয়ম জেনে নিজেদের কোরবানির পশু নিজেরাই জবাই করবো। চলুন জেনে নেয়া যাক কোরবানির পশু জবাই করার নিয়ম ও পদ্ধতি –

কোরবানির পশু জবাই করার নিয়ম দোয়া ও পদ্ধতি

কোরবানির পশু জবাই করার নিয়ম ও পদ্ধতি

পশু কোরবানি করার জন্য খুব বেশি কিছু জানতে হয় না। কোরবানি করার জন্য কিছু নিয়ম, দোয়া ও পদ্ধতি জানলে আপনিও কোরবানির পশু জবেহ করতে পারবেন। চলুন জেনে নেই কোরবানি করার নিয়ম –

১। কোরবানির পশু জবেহ করার সময় ( بِسْمِ الله:)বিসমিল্লাহ বলে জবাই করা। অর্থাৎ বিসমিল্লাহ বলেই কোরবানির পশুর গলায় ছুরি চালানো। আর একটি বিষয় খেয়াল রাখা যেন কোরবানির পশু জবেহ করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম না নেওয়া হয়।

২। কোরবানির পশু জবাই করার সময় খেয়াল রাখতে হবে যেন, পশুর খাদ্যনালী, শ্বাসনালী ও পাশে থাকা দুইটি নালী কাটা যায়। এই নালীগুলো কাটা গেলেই কোরবানির পশু জবাই করা বিশুদ্ধ হয়ে যাবে।

৩। কোরবানির পশু জবাই করার সময় ছুরি খুব ভাল ভাবে ধার দিয়ে নিতে হবে। যাতে পশু জবাই করার সময় পশু তুলনামূলক কষ্ট কম পায়। একটি পশু কোরবানি করার পর আবার ছুরি ধার দিয়ে নেয়া। হাদিসে এসেছে রাসুলুল্লাহ (সা) বলেছেন, পশু জবাই করার আগে ছুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া।

৪। কোরবানি করার সময় একটি পশুর সামনে আর একটি পশু জবাই না করা। এমনকি পশুর সামনে ছুরি বা চাকুতে ধার না দেওয়া। এতে পশু ভয় পেয়ে যায়। আর এটি পশুকে কষ্ট দেওয়ার সামিল।

-Advertisements-

৫। কোরবানির পশুকে কোরবানি করার সময় পশুর বাম কাতে শোয়াতে হবে। যেন কোরবানির সময় পশুর পা গুলো পশ্চিম দিকে থাকে।

৬। কোরবানির পশু কোরবানি করার জন্য শোয়ানোর পড় দোয়া পাঠ করা। নিম্নোক্ত দোয়া পাঠ করে কোরবানি করা উত্তম।। তবে কেউ কোরবানির দোয়া না জানলে বিসমিল্লাহ বলে নালী গুলো কেটে দিলেই কোরবানি শুদ্ধ হয়ে যাবে।

কোরবানির পশু জবাই করার দোয়া

কোরবানির পশু জবাই করার দোয়া আরবিতে

اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

কোরবানির দোয়া বাংলা উচ্চারণ

কোরবানির দোয়া উচ্চারণ- ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।

একটি বিষয় জানা জরুরী যে, কেউ যদি একাকি কোরবানি দেয় এবং সে নিজেই কোরবানির পশু জবাই করার দোয়া করে তাহলে বলবে মিন্নি। আর অন্যদের পশু কোরবানির সময় বলবে মিনকা-মিনকুম এবং যারা কোরবানিতে শরীক হয়েছেন তাদের নাম বলা।

মহান আল্লাহ তাআলা আমাদের কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম ও পদ্ধতি অনুযায়ী পশু কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।

আপনি আরো পড়তে পারেন, কোরবানি দেওয়ার আগে অবশ্যই জেনে নিন এসব তথ্য। তা না হলে আপনার কুরবানী হবে না।

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More