দোয়ায়ে কুনুত বাংলা অর্থসহ উচ্চারণ – জেনে নিন

দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ

দোয়ায়ে কুনুত বাংলা অর্থ সহ উচ্চারণ : দোয়া কুনুত এশার নামাজের পর বিতরের ওয়াজিব নামাজে পড়া হয়। বিতর নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পাঠ করা ওয়াজিব। বিতর নামাজে দোয়ায়ে কুনুত না জানলে কি পড়তে হয়? নিচে বিতর নামাজে দোয়ায়ে কুনুত আরবিতে বাংলা অর্থ সহ উচ্চারণ তুলে ধরা হল –

বিতর নামাজে দোয়ায়ে কুনুত বাংলা অর্থ সহ উচ্চারণ না জানলে

বিতর নামাজের দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ

দোয়া কুনুত
اَللَّهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ

দোয়া কুনুত বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নু’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাসআ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ক।

দোয়ায়ে কুনুত বাংলা অর্থ সহ

-Advertisements-

দোয়া কুনুত বাংলা অর্থ : হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি। হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমার জন্যই নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি, আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত, আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

বিতর নামাজে দোয়ায়ে কুনুত না জানলে যা পড়বেন

আমরা অনেকেই আছি বিতর নামজে দোয়ায়ে কুনুত মুখস্ত পড়তে পারি না। তাই বিতর নামাজের তৃতীয় রাকাআতে কোন সূরা পড়বেন বা আপনার করণীয় কি? এইসব নিয়ে চিন্তায় পড়ে যান। এখন প্রশ্ন হল যারা বিতর নামাজে দোয়ায়ে কুনুত না জানলে কি পড়বেন?

বিতর নামাযে দোয়ায়ে কুনুত না জানলে যা পড়বেনঃ বিতর নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। বিতর নামাজের তৃতীয় রাকাআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে তাকবির বলে হাত বেধে দোয়া কুনুত পড়তে হয়। তবে দোয়ায়ে কুনুত হুবহু নবী করীম (সা) হতে বর্ণিত শব্দে হওয়া ওয়াজিব নয়। এখানে মুসল্লি দোয়ায়ে কুনুত বাংলা ছাড়াও অন্য কোন দোয়াও করতে পারেন। হাদিসের শব্দের বাইরে কিছু বাড়াতেও পারেন। এমনকি আল কুরআনে যেসব আয়াত দেয়া রয়েছে এমন কিছু আয়াত পড়তে পারেন। সেটাও জায়েজ আছে।

ইমাম নববি বলেন, জেনে রাখুন – অগ্রগণ্য মাজহাব মতে, কুনুতের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই। তাই যেকোনো দোয়া পড়লে এর দ্বারা কুনুত হয়ে যাবে। এমনকি দোয়া সম্বলিত এক বা একাধিক কোরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। তবে হাদিসে যে দোয়া এসেছে সেটা পড়া উত্তম। (আল-আজাকার, পৃষ্ঠা : ৫০)

আপনি আরো পড়তে পারেন, আয়াতুল কুরসি আরবি ও বাংলা অর্থসহ উচ্চারণ। 

মহান আল্লাহ পাক আমদের বিতর নামজে দোয়ায়ে কুনুত আরবিতে পাঠ করা ও দোয়ায়ে কুনুত বাংলা অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন।

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More