জেনে নেই নামাজের দরুদ শরীফ বাংলা উচ্চারণ অর্থ সহ
দরুদ শরীফের বাংলা উচ্চারণ ও অর্থ
প্রিয় পাঠক বৃন্দরা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও দরুদ শরীফ বাংলা অর্থ । আমরা আমাদের নামাজের মধ্যে দরুদ শরীফ পাঠ করে থাকি। কিন্তু এই দরুদ শরীফ আমাদের সহীহ শুদ্ধভাবে জানার এবং দরুদ শরীফের অর্থ বোঝার দরকার রয়েছে। দরুদ শরীফের বাংলা অর্থ না জানলে দরুদ শরীফের গুরুত্ব আমারা উপলব্ধি করতে পারবো না। চলুন জেনে নেই দরুদ শরীফের বাংলা উচ্চারন ও এর অর্থ –
Sponsored
নামাজের মধ্যে দরুদ শরীফ পাঠ করা সুন্নাতে মুয়াক্কাদা। দরুদ শরীফ বেশ ফজিলত পূর্ণ। নামাজ ছাড়া অন্যান্য যে কোন সময় এই দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব। নামাজের মধ্যে দরুদ শরীফ পাঠ করা ছাড়া নামাজ হয় না। তাছাড়া দোয়া ও মুনাজাতের সময় দরুদ শরীফ পাঠ করতে হয়। তাছাড়া দোয়া কবুল হয় না।
দরুদ শরীফ পাঠ করা সম্পর্কে, হযরত ওমর ফারুক (রা) হতে বর্ণিত, নিঃসন্দেহে প্রত্যেক দোয়া আসমান ও যমীনের মধ্যখানে ঝুলন্ত থাকে, তা থেকে কিছুই উপরে আরোহন করে না, যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দরুদ শরীফ পড়বে
দরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ
আরবিতে দরুদ শরীফ
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ. وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ’ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ. وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ. اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
দরুদ শরীফ বাংলা উচ্চারণ
দরুদ শরীফ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিউ, ওয়া আলা আলি মুহাম্মদিম, কামা বারাকতা আলা ইবরাহীমা, ওয়া আলা আলি ইবরাহিমা, ইন্নাকা হামিদুম মাজিদ।
নামাজের দরুদ শরীফ এর বাংলা অর্থ
দরুদ শরীফ বাংলা অর্থ : হে আল্লাহ! মুহাম্মদ (সাল্লাললাহু আলাইহি ওয়া সাললাম) এবং তাঁহার বংশধরগণের উপর ঐরূপ রহমত/প্রশংসা অবতীর্ণ কর যেইরূপ রহমত/প্রশংসা হযরত ইব্রাহিম এবং তাঁহার বংশধরগণের উপর অবতীর্ণ করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম। হে আল্লাহ! মুহাম্মদ (সাল্লাললাহু আলাইহি ওয়া সাললাম) এবং তাঁহার বংশধরগণের উপর সেইরূপ অনুগ্রহ কর যে রূপ অনুগ্রহ ইব্রাহীম এবং তাঁহার বংশরগণের উপর করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম।
নামাজের শেষ বৈঠকে তাশাহহুদের পর দরুদ শরীফ পাঠ করা হয়। তাই আমাদের দরুদ শরীফ এবং এর অর্থ জেনে বুঝে পাঠ করা উচিৎ। আল্লাহ তাআলা আমাদের সহীহ শুদ্ধভাবে দরুদ শরীফ পাঠ ও আমল করার তৌফিক দান করুন।
আপনি আরো পড়তে পারেন, যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়।