সুরা হাশরের শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ ফজিলত

সুরা হাশরের শেষ তিন আয়াত ও পাঠের ফজিলত

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত অনেক বেশি যা হাদিশ শরীফে পাওয়া যায়। সুরা হাশরের শেষ তিন আয়াত সকাল বিকাল পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ আমলের একটি। বিভিন্ন হাদিস শরীফে সুরা হাশরের শেষ তিন আয়াতের উপর আমল করার কথা বর্ণিত রয়েছে। আজকে আমরা জানবো, সুরা হাশরের শেষ তিন আয়াত আরবিতে , বাংলা উচ্চারণ, বাংলায় ও ইংরেজিতে অর্থ এবং সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সম্পর্কে। চলুন শুরু করা যাক –

সুরা হাশরের শেষ তিন আয়াত আরবিতে বাংলা উচ্চারণ সহ আয়াতের ফজিলত

পবিত্র আল কুরআনের ৫৯ তম সুরা হল সুরা আল হাশর বা সুরা হাশর। সুরা হাশর পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। মাক্কী সুরা আল হাশরের আয়াত সংখ্যা ২৪ টি এবং রুকু সংখ্যা ৩ টি। হাশর শব্দের অর্থ হল একত্র হওয়া, জড় হওয়া বা মিলিত হওয়া।

আল কুরআনের সুরা হাশরের শেষ তিন আয়াত আরবিতে

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَهُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

কুরআনের সুরা হাশরের শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

উচ্চারণঃ হুওয়াল্ল-হুল্লাযী লা-ইলা-হা ইল্লা-হু আ-লিমুল গইবি ওয়াশশাহা-দা হুওয়ারহ্‌ মা-নুর রহীম। হুওয়াল্ল-হুল্লাযী লা-ইলা-হা ইল্লা-হুওয়াল মালিকুল কুদ্দূসুস সালা-মুল মু’মিনুল মুহাইমিনুল আঝীঝুল জাব্বা-রুল মুতাকাব্বির সুবহা-নাল্ল-হি ‘আম্মা-ইউশরিকূন।হুওয়াল্ল-হুল খ-লিক্বুল বা-রিউল মুছওয়িরু লাহুল আসমাউল হুসনা-; ইউসাব্বিহুলাহূ মা-ফিস সামা-ওয়া-তি ওয়াল আরদ ওয়াহুওয়াল ‘ আঝীঝুল হাকীম।

সুরা হাশরের শেষ তিন আয়াত বাংলা অর্থ

তিনিই সেই আল্লাহ্ যিনি ব্যতীত অন্য উপাস্য নেই, তিনি অদৃশ্যের ও দৃশ্যের পরিজ্ঞাতা। তিনি পরম করুণাময়, অফুরন্ত ফলদাতাটি

-Advertisements-

আল্লাহ্ ব্যতীত কোনো উপাস্য নেই, — রাজাধিরাজ, মহাপবিত্র, প্রশান্তিদাতা, নিরাপত্তা-বিধায়ক, সুরক্ষক, মহাশক্তিশালী, মহামহিম, পরম গেরবান্নিত। সকল মহিমা আল্লাহ্‌র, তারা যা আরোপ করে তার বহু উর্ধ্বে।

তিনি আল্লাহ্‌, সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, রূপদাতা, তাঁরই হচ্ছে সর্বাঙ্গসুন্দর নামাবলী। মহাকাশমন্ডলে ও পৃথিবীতে যারা আছে তারা তাঁরই জপতপ করে, আর তিনি মহাশক্তিশালী, পরমজ্ঞানী।

সুরা হাশরের শেষ তিন আয়াত ইংরেজি অর্থ

He is Allah—there is no god worthy of worship except Him: Knower of the seen and unseen. He is the Most Compassionate, Most Merciful.

Allah—there is no god except Him: the King, the Most Holy, the All-Perfect, the Source of Serenity, the Watcher of all, the Almighty, the Supreme in Might, the Majestic. Glorified is Allah far above what they associate with Him in worship!

He is Allah: the Creator, the Inventor, the Shaper. He alone has the Most Beautiful Names. Whatever is in the heavens and the earth constantly glorifies Him. And He is the Almighty, All-Wise.

সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

হাদিস শরীফে বর্ণিত সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত এর হাদিসটি হল –

عن معقل ابن يسار عن النبي صلى اللهعليه وسلم قال : ” من قال حين يصبح ثلاث مرات : أعوذ بالله السميعالعليم من الشيطان الرجيم . وقرأ ثلاث آيات من آخر سورة الحشر وكلالله به سبعين ألف ملك يصلون عليه حتىمسى ، وإن مات في ذلك اليوم مات شهيدا ، ومن قالها حين يمسى كانبتلك المنزلة “

হাশরের শেষ তিন আয়াত পাঠের ফজিলতের হাদিসের অর্থঃ হযরত মাকাল বিন ইয়াসার (রাঃ) রাসূল (সা) থেকে বর্ণনা করেন। মুহাম্মদ (সা) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল বেলা তিন বার পড়বে ‘আউজুবিল্লাহিস সামীয়িল আলীমি মিনাশ শাইতানির রাজীম’। তারপর সূরা হাশরের শেষ তিন আয়াত ( হুয়াল্লাহুল্লাজী লা-ইলাহা থেকে শেষ পর্যন্ত) তিলাওয়াত করবে। তাহলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেস্তা নিযুক্ত করেন। যারা উক্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। তথা মাগরিব থেকে সকাল পর্যন্তের জন্য ৭০ হাজার ফেরেস্তা গুনাহ মাফীর জন্য দোয়া করে, আর সে সময়ে মারা গেলে শহীদের সওয়াব পাবে। সুনানে তিরমিজী, হাদীস নং-৩০৯০।

আপনি আরো পড়তে পারেন, আয়াতুল কুরসি আরবি ও বাংলা অর্থ সহ উচ্চারণ।

মহান আল্লাহ তাআলা আমাদের সুরা হাশরের শেষ তিন আয়ত পাঠ করার তৌফিক দান করুন। সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলতের উপর সকাল সন্ধ্যা আমল করার তৌফিক দান করুন। আমিন।

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More