তারাবির নামাজের মুনাজাত ও দোয়া সম্পর্কে বিস্তারিত

তারাবির নামাজের মোনাজাত ও দোয়া

বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে এসেছি। তা হল তারাবির নামাজের মুনাজাত সম্পর্কে। কেননা, এসেছে রমজান মাস। প্রত্যেক মুমিন মুসলমান তারাবির নামাজ পড়বে এবং রোজা রাখবে। আর এই তারাবি নামাজ সম্পর্কে অনেক মুসলমানের আজ অজানা। তারাবির সেই অজানা বিষয় গুলো নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো। আর এই অজানা বিষয় গুলো হলো, তারাবির নামাজ কি সুন্নত না নফল, তারাবির নামাজের দোয়া ও তারাবির নামাজের মোনাজাত সম্পর্কে? চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনার মূল বিষয় তারাবি নামাজ এবং তারাবির নামাজের মুনাজাত সম্পর্কে বিস্তারিত আলোচনা।

তারাবির নামাজ কি

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে প্রধান দুই টি আমল রয়েছে। আমল দুই টি হলো সিয়াম ও কিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো রোজা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে শুরু করে সুর্যাস্ত পর্যন্ত খাদ্য গ্রহন, স্বামী স্ত্রী মিলন এছাড়া রোজা ভঙ্গের কারন সহ সব ধরনের বিষয় থেকে দূরে থাকা কে সিয়াম বলে।

আর কিয়াম বলতে বোঝায়, তারাবি নামাজ। তারাবিহ শব্দটি ”তারবিহাতুন” আরবি শব্দ থেকে এসেছে। যার অর্থ বিশ্রাম করা, আরাম করা। প্রতি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাতে সালাম ফিরিয়ে তারাবির নামাজ এর দোয়া পাঠ করা হয়। এশার আযানের পর চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নত নামাজের পর এবং তিন রাকাত বিতের নামাজের আগে যে সালাত আদায় করা হয় তাকে সালাতুত তারাবি বা তারাবির নামাজ বলে। প্রত্যেক চার রাকাত আদায় করার পর বিশ্রাম নিতে তারাবির নামাজের দোয়া পড়া হয়। আর বিশ রাকাত শেষে তারাবির নামাজের মোনাজাত করতে হয়। নিচে তারাবির নামাজের দোয়া টি দেওয়া হলো

আরবিতে তারাবির নামাজের দোয়া

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

বাংলায় তারাবির নামাজের দোয়া

তারাবির নামাজের দোয়া উচ্চারণ : ‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’

তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা। যা গুরুত্বের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি। কিন্তু অনেক মুসলমান আজ তারাবির নামাজের দোয়া? তারাবির নামাজ কি সুন্নত না নফল এবং তারাবির নামাজের মুনাজাত সম্পর্কে জানে না।

হযরত আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তারাবির নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে রাসুল (সা:) বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকীর আশায় একমাত্র আল্লাহ তাআলার ইবাদত কিয়ামুল লাইল তথা তারাবি আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। আমিন। (বুখারী ও মুসলিম)

-Advertisements-

তারাবির নামাজের মুনাজাত সম্পর্কে

প্রত্যেক নামাজের যেমন মোনাজাত রয়েছে। তেমনি তারাবির নামাজের মুনাজাত আছে। বিশ রাকাত নামাজ শেষ করে তারাবির নামাজের মোনাজাত করা হয়। আর এই তারাবির নামাজের মুনাজাত দিয়ে সালাতুত তারাবি শেষ হয়ে যায়। নিচে তারাবির নামাজের মোনাজাত সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।

তারাবির নামাজের মুনাজাত ও দোয়া সম্পর্কে বিস্তারিত

আরবিতে তারাবির নামাজের মুনাজাতঃ

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

বাংলায় তারাবির নামাজের মুনাজাতঃ

তারাবির নামাজের মুনাজাত এর উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’

বাংলায় তারাবির নামাজের মুনাজাত এর অর্থঃ তারাবির নামাজের মুনাজাত এ বলা হয়েছে। হে আল্লাহ! তোমার নিকট জান্নাতের জন্য প্রার্থনা করছি। আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতেছি। হে বেহেশত দোযখের সৃষ্টিকর্তা! তোমারই অনুগ্রহের মাধ্যমে হে ক্ষমতাশালী!  ক্ষমাধারী!  পরম দয়ালু! হে সৃষ্টিকর্তা!  উপকারী! হে আল্লাহ! তুমি আমাদের কে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে রক্ষাকারী।  রক্ষাকারী। রক্ষাকারী। তোমার অনুগ্রহ দ্বারা আমাদের কে দয়া কর।

তারাবির নামাজের মুনাজাত এ বলা হয়েছে, হে আল্লাহ, তুমি আমাদের কে জাহান্নাম থেকে রক্ষা করো। কেননা, তুমিই আমাদের একমাত্র রক্ষাকারী। তোমার দয়া ও অনুগ্রহ ছাড়া আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব না।

বন্ধুরা, তারাবির নামাজের মুনাজাত ও তারাবির নামাজের দোয়া সম্পর্কে যা জানতে পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাই তারাবির নামাজের মোনাজাত ও তারাবির হুকুম আহকাম বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন

Advertisements

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More